আশাশুনি

গ্রামীন অবকাঠামো উন্নয়নে সুফল পৌঁছেছে গ্রাম অঞ্চলে জনমনে স্বস্তি শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় (দীপু)

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৪:৫৯:৫৯ অনলাইন সংস্করণ

মোঃ লালটু হোসেন : সাতক্ষীরা আশাশুনি উপজেলার ০৭ নং শ্রীউলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় (দীপু) অক্লান্ত পরিশ্রমে সকল সেবার মান বৃদ্ধি পেয়েছে। ফলে জনমনে স্বস্তি ফিরেছে। জানা যায় গত ২৪-২৫ অর্থ বছরের সরকারি বরাদ্দকৃত অর্থে গ্রামীন অবকাঠামো উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দপ্তর থেকে টিআর, কাবিখা, কাবিটা ও ইটের সোলিংসহ বিভিন্ন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করা হয়েছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। সরেজমিনে গিয়ে জানা যায় প্রতিটি ওর্য়াডে ইটের সলিং রাস্তা সংস্কার ও পূর্ণসংস্কার করা হয়েছে। এছাড়া ইউনিয়নের শ্রীউলা বড় মসজিদ হইতে রফিকুল সরদারের বাড়ি পর্যন্ত ইটের সোলিং সংস্কার।
উত্তর পুইজালা বাজার হতে গাইন বাড়ি পর্যন্ত ইটের সোলিং রাস্তা সংস্কার। দক্ষিন পুইজালা সার্বজনীন লী শ্রী কালিমন্দিরের ছাদ ঢালাই ও
নাহিমাবাদ আবুল শেখের বাড়ি সংলগ্ন কবর স্থান হতে আবু বক্কর সিদ্দীক গাজীর বাড়ি পর্যন্ত ইটের সোলিং রাস্তা সংস্কার। কলিমাখালী মোতালেব মেম্বারের বাড়ি হইতে লাঙ্গলদাড়িয়া ইব্রাহিম মোল্যার বাড়ি পর্যন্ত ইটের সোলিং সংস্কার রাধার আটি বাইতুন নুর জামে মসজিদ সংস্কার। বুড়াখারাটি নতুন মৎস্য সেট পাঞ্জেগানা মসজিদ সংস্কার। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট
মহিষকুড় কাসেম সানার বাড়ি হইতে মহিষকুড় দাউত সানার বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কার। কলিমাখালী চৌরাস্তা হইতে কলিমাখালী মাহমুদ আলী মিস্ত্রীর বাড়ি পর্যন্ত ইটের রাস্তা সংস্কার। নাকতাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির সংস্কার। মাড়িয়ালা জামে মসজিদ সংস্কার। মাড়িয়ালা এইচ উদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সংস্কার
বকচর পশ্চিমপাড়া জামে মসজিদ ও ঈদগাহ সংস্কার। লাঙ্গলদাড়িয়া ইজ্জত আলী মোল্যার বাড়ি হতে জুলফিকার আলীর মৎস্য ঘের পর্যন্ত মাটির রাস্তা সংস্কার। এলাকাবাসীর বক্তব্য প্রভাষক দীপংকর বাছাড় (দীপু)
চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে । বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গ্রামীন অবকাঠামো উন্নয়নে স্কুল, কলেজ,মসজিদ-মাদ্রাসা, খেলার মাঠ ভরাট, গ্রামীন রাস্তায় মাটি দিয়ে সংস্কার, ইটের সলিং এর কাজ ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিয়ে ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে সকল সেবা ও উন্নয়ন হয়েছে এছাড়া স্কুল, কলেজে, মাদ্রাসা,মন্দির চলাচলের রাস্তা অনুপযোগী ছিল সেখানে মাটি দ্বারা ও ইটের সলিং করে চলাচলের উপযোগী করা হয়েছে এ কারণে আমরা এলাকাবাসী অনেক খুশি,এবং কাজ অনেক ভালো হয়েছে। ০৭ নং শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় (দীপু)
বলেন, তিনি ইউনিয়ন পরিষদে কোনো অনিয়ম বা দুর্নীতি হতে দেননি এবং একটি সুন্দর ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার জন্য সবসময় আপ্রাণ চেষ্টা করি।
এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এসে কাজ দেখে সন্তুষ্ট । কাজ নিয়ে এলাকাবাসীসহ আমাদের কোন অভিযোগ নেই।

আরও খবর